করোনা ভাইরাস প্রতিরোধে সম্প্রতি বিদেশ ফেরত সকলকে অন্তত ২ সপ্তাহ ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। জেলা পুলিশ ইমিগ্রশেন থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ী বাড়ী গিয়ে তা নিশ্চিত করছে। আপনার আশেপাশে এরকম কেউ থাকলে তাদেরকে বাড়ীর বাইরে যাওয়া থেকে বিরত রাখুন।
প্রয়োজনে নিকটস্থ থানা বা ৯৯৯ এ কল করে জানান।
জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শোভনতা ও নৈতিকতা সংক্রান্ত অপরাধ সম্পর্কিত বাংলাদেশ পেনাল কোড কোড ধারা ২৬৯ অনুযায়ী
অবহেলাজনিত কার্য, যাহা দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভ করিবার সম্ভাবনা রহিয়াছে।
যেই ব্যক্তি, বেআইনিভাবে ও অবহেলাজনিতভাবে এমন কোন কার্য করে, যাহা দ্বারা জীবন বিপন্নকারী কোন রোগের সংক্রমণ বিস্তার লাভ করিবার সম্ভাবনা রহিয়াছে এবং যাহা দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভ করিতে পারে বলিয়া সে জানে বা তাহার বিশ্বাস করিবার কারণ থেকে, সেই ব্যক্তি যেকোন বর্ণনার কারাদণ্ডে, যাহার মেয়াদ ছয় মাস পর্যন্ত হইতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।
ইতিমধ্যে সকল স্কুল কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে। বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার খোলা রাখার অভিযোগ পাওয়া যাচ্ছে। কোচিং সেন্টার খোলা রাখলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সকলের সহযোগিতা কাম্য।